HOFO-GIGE, A Special Tribute "Samrat" PC SORCAR

Hello guys..sorry to disappoint all of you guys as I have been quite busy for a few days..& my old pc had started some problems again, so I took a bit time 2 fix it(had 2 change its battery). ekhon abar valoi cholche..also there's a central govt. exam of mine by the end of april or the beginning week of may(dates may be changed for the election, yet to be announced)..যাই হোক, আজকের পোস্টের প্রসঙ্গে আসি। আজ একটু অন্য ধরণের পোস্ট..আপনারা সবাই ভাবছেন "পি সি সরকার তো বুঝলাম, কিন্তু হোফো -গিগে টা আবার কি ?" আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই "গুগাবাবা"(গুপি গাইন বাঘা বাইন ),"পিপুফিশু"(পিঠ পুড়ে গেল, পাশ ফিরে শু ) তাহলে, "হোফো -গিগে" মানে "হোকাস -ফোকাস -গিলি-গিলি-গে" করা যেতেই পারে। আজকের এই পোস্টটা মাননীয় পি সি সরকারকে(জুনিয়র) উৎসর্গ করলাম।

পি সি সরকারের বাড়িতে একসময় দুই সম্রাট থাকতেন, এক- "জাদুসম্রাট" পি সি সরকার নিজে, ও অপরজন সিংহ "সম্রাট"

সম্রাটকে নিয়ে পরের আনন্দমেলা সংখ্যাতেও একটি article বেরিয়েছিল, এও বলা হয়েছিল যে পি সি সরকার নিজে লিখবেন(হয়তো)..যদিও খুব সম্ভবত তা আর হয়ে ওঠেনি।



এছাড়াও একবার রাশিয়া থেকে ওনাকে সম্মান দেওয়া হয়, যা বেরিয়েছিল শুকতারাতে।

 
 নিচের ছবিটি খুব সম্ভব ওনার  বাবার (original পি সি সরকারের)
 

এবার আসি কমিকসের প্রসঙ্গে, যা শুকতারা তে প্রথম প্রকাশিত হয় কার্তিক ১৩৯৬(সম্ভাব্য).. সম্ভাব্য শেষ সংখ্যা আশ্বিন ১৪০১। ছবি আঁকতেন অরুন্ধতী মুখোপাধ্যায়..আর গল্প..? খুব সম্ভব ওগুলো জাদুসম্রাটের নিজেরই বলা(not sure, just guessing)!


 Download  comics : pc sorcar suktara

আমার সংগ্রহের ১৮টি কমিকস download link -এর  মধ্যে দিলাম। একটা-দুটো হয়তো বাদ পরতে পারে। অন্যান্য bloggerদের কাছে অনুরোধ করলাম, যদি কিছু বাদ পরে যায় তাহলে তা অবশ্যই জানাবেন।

না, আজ এখানেই শেষ নয়..দুটো বিশেষ জিনিস দিলাম..এর মধ্যে একটির কথা অনেকেই হয়তো জানেন না।

 
হ্যা, দেখে অবাক হচ্ছেন তো..আমিও হয়েছিলাম..পি সি সরকার নিজে একটি সিনেমাও করেছিলেন, এবং তাও আবার দ্বৈত ভূমিকায়(i.e. Double role)!!ভাবা যায়!!! ওনার সহ-অভিনেতারা ছিলেন উৎপল দত্ত, সন্তোষ দত্ত, শ্রীলা মজুমদার প্রমুখ। আমাদের এক অতি প্রিয় কমিক চরিত্রের সঙ্গে ওনার মিল আছে,কার তা বোধহয় আর বলতে হবে না..
 
ইন্দ্রজাল এবার কিছু scan করা হয়নি, তাই দিতে পারলাম না..তবে জানিয়ে রাখি রোভার্সের রয়ের ৫০০ পাতার ওপর scan করা হয়ে গেছে।(by myself)বাদ বাকি সংখ্যাগুলো এই  মুহূর্তে জোগাড় করে উঠতে পারিনি। তবে, একটা জিনিস আমার দর্শকদের প্রাপ্য..
 
দেখা যাক ম্যাজিক করে আমি যদি পরবর্তী পোস্টটা একটু তাড়াতাড়ি করতে পারি!!

Post a Comment

Previous Post Next Post