টেনিদা কমিক্স Tenida Comics
টেনিদা Tenida |
দুনিয়ায় টেনিদা কমিক্স Tenida Comics এর বিশিষ্ট জায়গা আছে।
নিচে টেনিদা কমিক্স Tenida Comics এর লিঙ্ক গুলি দেওয়া হল-
01 মৎস পুরান
02 দধিচি ,পোকা ও বিশ্বকর্মা
03 টেনিদা আর সিন্ধুঘাটক ও টেনিদা আর ইয়েতি
টেনিদা Tenida হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি একটি চরিত্র। ভাল নাম ভজহরি মুখার্জি। টেনিদা Tenida থাকত কলকাতার পটলডাঙায়। যদিও টেনিদা Tenida পড়াশোনাতে তেমন একটা ভালো ছিল না। ৭ বারের চেষ্টাতে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছিল। টেনিদা Tenida বিখ্যাত ছিল তার খাঁড়ার মত নাকের জন্য, গড়ের মাঠে গোরা পেটানোর জন্য। আর তার বিখ্যাত সংলাপ - "ডি-লা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক"।
টেনিদা Tenida সম্বন্ধে গল্পলেখক প্যালারাম লিখেছে, "টেনিদাকে নইলে আমাদের যে একটি দিনও চলে না। যেমন চওড়া বুক - তেমনি চওড়া মন।" "পাড়ার কারও বিপদ-আপদ হলে টেনিদাই গিয়ে দাঁড়িয়েছে সকলের আগে। লোকের উপকারে এক মুহুর্তের জন্য তার ক্লান্তি নেই - মুখে হাসি তার লেগেই আছে। ফুটবলের মাঠে সেরা খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন। আর গল্পের রাজা। এমন করে গল্প বলতে কেউ জানে না।"