চাচা চৌধুরী অথবা চাঁচাঁ চৌধুরী হল ভারতের ডায়মন্ড কমিক্স দ্বারা প্রকাশিত বহুল জনপ্রিয় কার্টুন কমিক বই, নির্মাতা কার্টুনিস্ট প্রাণ। কমিক্সের মূল চরিত্র "চাঁচাঁ চৌধুরী" নামে প্রবীণ ব্যক্তি যিনি তার প্রখর ও ক্ষুরধার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করেন। তার সঙ্গী সাবু, ১২ ফুট লম্বা এক বলশালী যুবক, তার সহধর্মিনী, তার ভাই চাজ্জু চৌধুরী, কুকুর রকেট, শত্রু গব্বর সিং এবং আরও অনেকে। এছাড়াও ডায়মন্ড কমিকসের আরো দুটি চরিত্র বিল্লু ও পিংকির সাথেও দেখা যায় তাকে। ইংরেজী, হিন্দি এবং বাংলা সহ ভারতের দশটি ভাষায় প্রকাশিত এ কমিকস।
বইয়ের নামঃ চাচা চৌধুরী আর রাকার জবাব
লেখকঃ প্রাণ
সাইজঃ 25 এমবি
ফরম্যাটঃ পিডিএফ
সিরিজঃ চাচা চৌধুরী
টেক্স ফরম্যাটঃ এইচডি স্ক্যান
Tags:
Comics
