৯০'এর দশকে যারা আনন্দমেলা পড়ে বড় হয়েছেন, তারা নিশ্চয় দেখেছেন ১৯৯১-৯২ সালে প্রকাশিত আনন্দমেলার দুই বিশেষ কমিক্স সংখ্যা, যার মধ্যে প্রায় ৫০ পাতার কমিক্স ছিল শুধু।
এই সংখ্যাগুলির মধ্যে দু'সংখ্যায় সমাপ্য বিশেষ কমিক্স ছাড়াও থাকতো নিয়মিত কমিক্স, সঙ্গে আরও কিছু অদ্ভুতুড়ে(WEIRD) কমিক্স। অদ্ভুতুড়ে বললাম এই কারণে যে এগুলির মধ্যে হরর উপাদান থাকলেও ভয়ের তেমন কিছু নেই।
এছাড়া পরবর্তীকালে আরও কিছু বিশেষ কমিক্স সংখ্যা আনন্দমেলা থেকে প্রকাশিত হয়। যেমনঃ চন্দ্রলোকে অভিযান, চাঁদে টিনটিন প্রভৃতি।
আনন্দমেলার মাসিক সংখ্যা থেকে এইসব কমিক্সগুলিকে একত্র করে একটা ফাইলে আপলোড করলাম,পাঠকদের সুবিধের জন্য। শারদীয়াগুলি থেকে আবার পরে কখনো করবো.. আপাতত এই ন'টি কমিক্স পাওয়া গেছে..
এই সংখ্যাগুলির মধ্যে দু'সংখ্যায় সমাপ্য বিশেষ কমিক্স ছাড়াও থাকতো নিয়মিত কমিক্স, সঙ্গে আরও কিছু অদ্ভুতুড়ে(WEIRD) কমিক্স। অদ্ভুতুড়ে বললাম এই কারণে যে এগুলির মধ্যে হরর উপাদান থাকলেও ভয়ের তেমন কিছু নেই।
এছাড়া পরবর্তীকালে আরও কিছু বিশেষ কমিক্স সংখ্যা আনন্দমেলা থেকে প্রকাশিত হয়। যেমনঃ চন্দ্রলোকে অভিযান, চাঁদে টিনটিন প্রভৃতি।
আনন্দমেলার মাসিক সংখ্যা থেকে এইসব কমিক্সগুলিকে একত্র করে একটা ফাইলে আপলোড করলাম,পাঠকদের সুবিধের জন্য। শারদীয়াগুলি থেকে আবার পরে কখনো করবো.. আপাতত এই ন'টি কমিক্স পাওয়া গেছে..
- অন্ধকারের ভয়ঙ্কর- ০৪.০২.৮৭
- একি শুধু খেলা
- শেষ উত্তরাধিকার
- মরুকন্যার অভিশাপ(২-৪ ২৫.১২.৯১ তে প্রকাশিত)
- শেষ সংগ্রাম
- সমুদ্রের কবরখানা
- বাজপাখির পাহাড়া(৫-৭ ০৮.০১.৯২ তে প্রকাশিত)
- ভূতুড়ে বাহিনী- ০২.০২.৯৪
- রাতের অতিথি- ৩০.০৩.৯৪
এই কমিক্সগুলির সঠিক original source খুঁজে পাইনি, তবে সম্ভবত বিদেশী MISTY কমিক্স ম্যাগাজিন থেকে এগুলি নেওয়া হয়েছে। যেমন সমুদ্রের কবরখানা কমিক্সটির ইংরেজী নাম "THE SEAS GRAVEYARD".
কমিক্সগুলির শিল্পীর নামও অজ্ঞাত। তবে ৪ ও ৫ নং কমিক্সে একটা সই আছে, যা ওই শিল্পীর ছদ্মনাম বা নামও হতে পারে, সেটি হল Elco . ৮নং কমিক্সটির শিল্পীর নাম ভ্যানিও। এর বেশি কিছু এখনো অবধি জানতে পারিনি।
পড়ুন আনন্দমেলাতে প্রকাশিত নয় অদ্ভুতুড়ে কমিক্স (প্রথম ৩টি ওয়াকার এর স্ক্যান, পরের গুলি আমার করা। All images processed by walker)
রোভার্সের রয়ের ফ্যানদের জানিয়ে রাখি, ওয়াকার সম্ভবত এমাসেই শেষের দিকে পোস্ট করবে।
আর যদি কেউ আনন্দমেলার ১৯৯১-৯২ এর বিশেষ কমিক্স সংখ্যা দুটি সম্পূর্ণ পড়তে চান, তাহলে তারা এখানে চলে আসুন।